শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রাম মহানগর থেকে সাতকানিয়ার ভাইয়ের জালিয়াতি মামলার আরেক ভাই গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি: সাতাকানিয়া উপজেলার দলিল জালিয়াতি চক্রের প্রধান হোতাকে গ্রেফতার করছে সাতকানিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়া এলাকার মরহুম আবদুল গফুর চৌধুরীর ছেলে মো: জহির উল্লাহ(৫০)। আজ৭ জুন(শুক্রবার) ভোররাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার আমবাগান আবাসিক থেকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।

সাতকানিয়া থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানামূলে জহির উল্লাহ নামে এক আসামীকে গ্রেফতারপূর্বক চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলা বাদী মো:আমান উল্লাহ বলেন, আমি কোলে কাধেঁ নিয়ে মানুষ করছি।এরকম আমার আপন ছোট ভাই জহির উল্লাহ আমার নিজ নামে খরিদ করা জায়গার দলিলে তার নাম বসিয়ে ওই জায়গা আবার আরেকজনকে জালিয়াতি করে বিক্রি করে দেয়,এবং আমাকে ওই জায়গায় গেলে সরাসরি মেরে ফেলার হুমকিও দেয়।

এতবড় জালিয়াতির বিষয়ে আমি চট্টগ্রাম চীফ জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে, মাননীয় আদালত চট্টগ্রাম জেলা সিআইডিকে তদন্ত করার আদেশ দেন।
পরে সিআইডি তা তদন্ত করে সত্যতা পেয়েছেন মর্মে আদালতে রিপোর্ট প্রদান করেন।আদালত তা গ্রহণ করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

তারপর থেকে চতুর এই জালিয়াতি চক্রের প্রধান হোতা আমার ছোট ভাই জহির উল্লাহ পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থেকে তাকে সাতকানিয়া থানার এএসআই সাদ্দাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে  গ্রেফতার করেন।

মো:আমান আরো বলেন, শুধু এটা জালিয়াতি করছে এটা নয়, তার বিরুদ্ধে একই রকম জালিয়াতির বিষয় নিয়ে আমি আরেকটা মামলা দায়ের করেছি সেটাও আদালতের আদেশমত সাতকানিয়া থানায় তদান্তধীন।

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কাউন্সিলর আরাফাত উল্লাহকে কল করা হলে -তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img