টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।রোববার (২৮ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস ‘এফ’ ব্লকে এ আগুন লাগার ঘটনা ঘটে।উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার মাহমুদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা হবে।


