মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
spot_img

বিদেশ নির্ভরতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ব্যুরো: বিদেশ নির্ভরতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে দলটির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওতাধীন নগরীর উত্তর নালাপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিন তিনি পূর্ব মাদারবাড়ি, উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, মালুম মসজিদ লেইন, দারোগাহাট এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি জামায়াতে ইসলামীর এক নেতা ‘আমেরিকাও জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়’ বলে যে বক্তব্য দিয়েছেন, সেই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষ মুক্তিকামী। স্বাধীন জাতি হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি। সেখানে যদি কেউ বিদেশিদের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়, তাহলে তাদের জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের ? জনগণ তাদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। অতীতে যারা বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করেছে, তাদের অবস্থান একটু দেখুন।’
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এদেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। জনগণেরও তাদের ওপর আস্থা নেই। তাই তারা অন্য দেশের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়। সেটি কি কখনো কাজ করেছে ? বিদেশি নির্ভরতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে।’
পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনি সমাবেশে বিপুল জনসমাগমের কথা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমানের সমাবেশের আগে এত বড় সমাবেশ চট্টগ্রামের ইতিহাসে খুব বেশি হয়নি। এর আগে হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পলোগ্রাউন্ড ময়দানের জনসমাবেশ। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের নেতাকর্মী ও এ অঞ্চলের মানুষ উজ্জীবিত হয়েছে। এ ছাড়াও সারাদেশে একটা বার্তা যাচ্ছে যে, চট্টগ্রামের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে, তারেক রহমানের ওপর আস্থা রেখেছে।’
‘দেশ নিয়ে তারেক রহমানের প্ল্যান জনগণ গ্রহণ করেছে, তার প্রমাণ এই জনসভার উপস্থিতি। এর চেয়ে বড় কথা, এত শীতের সকালে, তা-ও সরকারি কর্মদিবসে এত মানুষের উপস্থিতি, ইতিহাস গড়ার মতো জনসভা। এটা সম্ভব একমাত্র জনগণের আস্থা অর্জন করা গেছে বলে।’দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপির ওপর জনগণ আস্থা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের স্বপ্ন পূরণের জন্য, মুক্তির জন্য, স্বৈরশাসন থেকে বেরিয়ে আসার জন্য জনগণ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে। অন্য কেউ চাইলেই এটা করতে পারবে না। করতে হলে আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের সমর্থন থাকতে হবে। জনগণের আস্থা ও সমর্থন অর্জনের জন্য মানুষের কাছে যেতে হবে। দেশ নিয়ে পরিকল্পনার কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।’
‘বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে, দুর্নীতি দমন করা হবে, বেকার সমস্যার সমাধান করা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। এজন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা জনগণের সেবক হতে চাই, প্রভু হতে চাই না। নির্বাচনে জয়ী হয়ে আমরা প্রমাণ করব যে, বিএনপি জনগণের দল, জনগণের আস্থার দল।’এ সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মনোয়ারা বেগম মনি, সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img