শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

নাড়ির টানে ছুটছে মানুষ, ফাঁকা হচ্ছে বন্দরনগরী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিনের ছুটি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সরকারি অফিস–আদালতে ছিল শেষ কর্মদিবস। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের অনেকেই গতকাল শেষ কর্মদিবসে অফিসে হাজিরা দিয়ে ঈদে নাড়ির টানে–বাড়ির পানে পা বাড়িয়েছেন। ঈদে বাড়ি ফেরার পথে পথে ভিড় এবং দুর্ভোগ এড়াতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আগে ভাগেই নির্ঝঞ্ঝাট পরিবেশে শহর ছেড়েছেন ট্রেনে এবং বাসে। এ জন্য গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম রেল স্টেশন লোকে লোকারণ্য হয়ে ওঠে। প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের পাশাপাশি স্টেশন থেকে তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিট কেটে সে দিন ঈদে বাড়ি গেছেন শত শত যাত্রী। গতকাল ১৪টি আন্তঃনগর ট্রেনে এবং ২ ঈদ স্পেশাল ট্রেনে মোট ২০ হাজার যাত্রী ঈদে নাড়ির টানে বাড়ি ফিরেছেন বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
চট্টগ্রাম রেল স্টেশনের মতো লোকেলোকারণ্য ছিল কদমতলী আন্তঃজেলা বাস স্টেশন, গরীবউল্লাহ শাহ মাজার গেইট এবং বিআরটিসি বাস স্টেশনে দূরপাল্লার বাস গুলোতেও। প্রতিটি বাস কাউন্টারের সামনে আসার সাথে সাথেই যাত্রীদের ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দূর পাল্লার বাস কাউন্টার গুলোতে ছিল যাত্রীদের সীমাহীন ভিড়।
আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা জানান, চট্টগ্রাম থেকে ২৫ থেকে ৩০টি জেলায় প্রায় ৫শ’ দূরপাল্লার বাস আসা–যাওয়া করছে। ঈদ উপলক্ষে গতকালও চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার ৪০ হাজারের ওপরে যাত্রী বিভিন্ন কোম্পানির দূরপাল্লার বাসে বাড়ি ফিরেছেন। ঈদের আগের দিন পর্যন্ত সারাদেশে ঈদে বাড়ি ফেরা বাস যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দেয়া হবে বলে জানান আন্তঃজেলা বাস কাউন্টারের কর্মকর্তারা।
এদিকে ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদার কারণে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি অনেক ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ১৪টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৪ জোড়া স্পেশাল ট্রেন চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। সুবর্ণ,সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ছাড়া অন্যান্য সকল ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে। ১ জোড়া কক্সবাজার স্পেশাল ট্রেন, ১ জোড়া ময়মনসিংগগামী স্পেশাল এবং চাঁদপুরগামী ২ জোড়া স্পেশাল ট্রেনও চালু হয়েছে। আজ শুক্রবারও প্রচন্ড ভিড় হচ্ছে বলে জানান স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
আগামী ১৭ জুন পবিত্র ঈদ উল আযহা। ঈদ শেষে আগামী ১৯ জুন বুধবার অফিসে আসবেন। গত বৃহস্পতিবার সরকারি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা সকালে অফিসে এসেই ঈদে বাড়ি ফেরার খোশগল্প শুরু করেন এবং অফিসের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ান। সরকারি অফিসের কর্মকর্তা–কর্মচারীদের আজ শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হলেও সংবাদপত্রের সাংবাদিক–কর্মচারীসহ বেসরকারি অফিস–কলকারখানায় ঈদের বন্ধ শুরু হবে ১৬ জুন থেকে।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img