পূর্বকাল ডেস্ক: মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তরুণ আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি আজ শুক্রবার (১৫ জুন) সকালে এক বিবৃতিতে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ-উল-আযহা আমাদের মাঝে একেবারে সমাগত। প্রতি বছরের ন্যায় সুখ, শান্তি, সম্বৃদ্ধি, ভ্রাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে হাজির হয় মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। ঈদ মানে শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা এবং ধনী-গরীব সকল ভেদাভেদ ভূলে গিয়ে সাম্য-মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনুপম দৃষ্টান্ত। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার ত্যাগের সেই শিক্ষার প্রতিফলন হোক সকলের জীবনে।
তিনি বলেন, মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। পবিত্র ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ঈদ-উল-আযহা অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি-সমৃদ্ধি, উন্নতি কামনা করেন এবং ইসলাম-ঈমান, দেশ ও মানবতা বিরোধী যে কোন ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আসুন, সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত ‘স্মার্ট বংলাদেশ’ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। একই সাথে সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় আরেকটি ঈদের।
সর্বশক্তিমান মহান আল্লাহ সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।
