সাতাকানিয়া প্রতিনিধি:তারেক আজিজ (রাজেস) সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৪ জুন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম.আসাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব অর্পণের কথা বলা হয়। এছাড়া চিঠিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে এবং সাতকানিয়া পৌরসভাকে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে গড়ে তুলতে তার সার্বিক সহযোগিতা একান্ত কামনা করেন।