নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবার প্রায় পাঁচ হাজার বন্দির মাঝে ঈদ আনন্দ বিরাজ করেছিলো। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার ২৮ চুলায় তৈরি করা হয়েছে ঈদের বিশেষ খাবার।
কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে বন্দিদের দেওয়া হয় সেমাই, নারিকেল ও মুড়ি। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে পৃথকভাবে নামাজ আদায় করেন তারা। দুপুরে খেতে দেওয়া হয় পোলাও, গরু-খাসির মাংস, কোমল পানীয় ও পান-সুপারি। রাতে আপ্যায়ন করা হয় সাদা ভাত, ডাল, রুইমাছ ও আলুর দম দিয়ে। বিকেল পাঁচটায় ভবন কক্ষ তালাবদ্ধ করার আগে দেওয়া হয় রাতের খাবার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহিম জানান, কারাগারে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বন্দিরা। ঈদের নামাজ শেষে বন্দিরা কোলাকুলি করেন। তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল।
এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের সাক্ষাৎ কক্ষে ছিল দর্শনার্থীদের ভিড়। পাশাপাশি কারাগারের ভেতর থেকে অনেক বন্দি টেলিফোনে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। সারা বছর কারাবন্দিদের বাইরে থেকে খাবার সরবরাহ বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে পরিবার থেকে আনা খাবার সরবরাহ করারও ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।