নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা পালন করছে চট্টগ্রাম নগরবাসী। পবিত্র ঈদ-উল-আজহার দিন শুরু হয় নামাজ আদায়ের মধ্য দিয়ে। নগরীর জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় এবং সোয়া আটটায় ১ম ও ২য় জামাত অনুষ্ঠিত হয়। ঈদ-উল-আজহার আনন্দ আয়োজনে সারাদেশ যেন ভ্রাতৃত্বের বন্ধনে একাকার। ঈদের আয়োজনে আত্মশুদ্ধির লক্ষ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতিটি মুহূর্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত সময় পার করছে নগরবাসী।
ঈদের প্রথম জামাতেই সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জমিয়তুল ফালাহ জামে মসজিদে নামাজ আদায় করেন। এসময় তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ও ঈদের কুশল বিনিময় করেন। তিনি বলেন, কোরবানির তাৎপর্য হচ্ছে মনের পশুকে কোরবানি দেয়া। বৈশি^ক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে যাতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি মহান আল্লাহর কাছে তিনি দোয়া প্রার্থনা করেন।
আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মুসল্লীরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় এবং জনমনে কোন প্রকার অস্থিরতা সৃষ্টি না হয় সে লক্ষ্যে ঈদগাহ ময়দানের প্রতিটি গেইটে প্রতিনিয়ত নজরদারি অব্যাহত রেখেছে।
ঈদের নামাজ পড়ার জন্য আতর মেখে জমিয়তুল ফালাহ মসজিদে আসেন মুসল্লিরা। খতিব এসময় খুতবা পাঠ করেন এবং খুতবা পড়ার সময় কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিলিবন্টন করতে হবে ইত্যাদি বিষয়ে বয়ান করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
![7-19](https://dainikpurbokal.net/wp-content/uploads/2024/06/7-19-1068x706.jpg)