কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সিএনজি উল্টে সিএনজি যাত্রী পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিশেষ টহল দলের সদস্য ফরেস্ট গার্ড সুইমংচিং মারমার মৃত্যু হয়েছে।বুধবার (১৯ জুন) উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকাধীন বালুচর নামক স্থানে দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে রয়েল হাসপাতালে মারা যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা।
নিহত সুইমংচিং মারমা কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের ফরেস্টঘোনার বাসিন্দা বলে জানান ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। চেয়ারম্যান আরও জানান, বিকেলে সড়ক দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।