পূর্বকাল ডেস্ক: শাহরাস্তি সমিতি চট্টগ্রাম, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ চট্টগ্রাম, চাঁদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম, চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বৃহত্তর টামটা ইউনিয়ন সমিতি চট্টগ্রামের উদ্যোগে শাহরাস্তি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান চাঁদপুরের সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারীর শপথ গ্রহণ শেষে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন। আলোচক ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের সম্পাদক কাজী শাহাদাত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোঃ আলমগীর আলম, গ্রীণ লিপ প্রপার্টিজ ম্যানেজম্যান্ট লিঃ এর এমডি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, মোঃ মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক ও খ্যাতিমান আলোকচিত্র সংগ্রাহক সাহাবুদ্দিন মজুমদার।
সভায় বক্তারা বলেন-শাহরস্তি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী চাঁদপুরের একজন কৃতী সন্তান, জননন্দিত শিানুরাগী, নির্ভীক সমাজকর্মী হিসেবে ইতিমধ্যে মানুষের মন জয় করেছে। যার ফলস্বরুপ সদ্য উপজেরা পরিষদ নির্বাচনে বিপুল ভোট জয়লাভ করেছেন। তার এই জয়ে আমরা শাহরাস্তি সমিতি চট্টগ্রাম, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রামস্থ চাঁদপুরের সকল সামাজিক, শিক্ষা ও কল্যাণমুলক সংগঠক আনন্দিত। বক্তারা আরও বলেন-আমরা আশা করছি নব নির্বাচিত শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি: মকবুল হোসেন পাটোয়ারী তাঁর মেধা, দক্ষতা, সততা ও যোগ্যতায় শাহরাস্তি উপজেলাকে একটি আধুনিক মানসম্মত উপজেলায় পরিণত করবে। উপজেলা সর্বস্তরের মানুষের কল্যাণে তিনি একজন নিরপে অভিভাবক সকল নাগরিকের সুখে দুঃখে কান্ডারীর ভুমিকা পালন করবে। এছাড়া বক্তারা বৃহত্তর চাঁদপুরের উন্নয়নে সকল জনপ্রতিনিধির সমন্বয় রাখার জন্য সকল প্রতিনিধির প্রতি আহবান জানান।