সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

সাতকানিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় পৌরসভায় বিভিন্ন ব্যাংক-এনজিও আর লোকজনের কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে মেহেরুন্নেচ্ছা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত উল্লাহ জানান, ভোয়ালিয়া পাড়ার মো. আরিফের তার স্ত্রী ও দুইটি ছোট শিশু আছে। মেহেরুন্নেচ্ছার মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থা ও লোকজনের কাছ থেকে ঋণ নেয়। এছাড়া আরিফ নিজেও স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিভিন্ন সময়ে ঋণ নেন। কিন্তু তারা এসব ঋণ সময় মতো পরিশোধ করতে পারেনি। ফলে পাওনাদাররা নিয়মিত বাড়িতে এসে টাকা চাইত এবং নানা রকম অশালীন ভাষায় কথা বলত। বেসরকারি সংস্থার ঋণের টাকা উত্তোলনকারীরা ও লোকজনের চাপে কিস্তির টাকার জন্য ঘরে এসে বসে থাকত।
এদিকে, আরিফ ঈদ উল আযহার নামাজ আদায়ের পর ঘর থেকে চলে যায়। ফলে মেহেরুন্নেচ্ছা বেসরকারি সংস্থার কিস্তি ও লোকজনের পাওনা টাকা পরিশোধ করতে পারেনি। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ঘরের বিমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, মেহেরুন্নেচ্ছা মূলত নিজের এবং স্বামীর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img