পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড ও চকবাজার ওয়ার্ড প্রগতিশীল নাগরিক সমাজ -এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর অসহায় অবহেলিত ভোটারদের দুরবস্থা দূরীকরণের লক্ষ্যে প্রগতিশীল নাগরিক সমাজের আঞ্চলিক দলনেতারা অক্লান্ত পরিশ্রম করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে খোঁজ খবর নিয়ে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া উদ্যোগী হয়েছেন, তাতে অবহেলিত নগরবাসী তাদের দীর্ঘদিনের দূরবস্থা হতে মুক্ত হতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্যবৃন্দ তথা চট্টগ্রাম মহানগরীর দুঃস্থ ভোটাররা স্মার্ট বাংলাদেশের বাস্তব সুফল লাভ করতে সক্ষম হবেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শ্রী শঙ্কু মহারাজ, মোহাম্মদ শিপন, মতিউর রহমান, শ্রীমতী প্রণতি ভট্টাচার্য, রহিমা বেগম ও আনোয়ার হোসেন প্রমুখ।সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী প্রিয়া মির্জা ও আব্দুল আউয়াল।