নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় মো. ওয়াহিদুজ্জামান রিপন (৩৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে ব্যাবসায়ী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ওয়াহিদুজ্জামান রিপন ওই এলাকার মো. খাইরুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি পরিষ্কার নয়। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।