নিজস্ব প্রতিবেদক: কোনো প্রকার লোভলালসা বা প্রভাব অনৈতিকতা বিচারকদের স্পর্শ করতে পারেনা বলে মন্তব্য করেছেন, চট্টগ্রামের বিদায়ী জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা।তিনি বলেন, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষের ঘাম ও শ্রমের বিনিময়ে যে অর্জিত অর্থ রাজকোষে জমা হয় তা দিয়ে আমাদের বেতন ভাতা চলে। সে কারণে আমরা ন্যায় বিচার করতে জাতি ও রাষ্ট্রের কাছে দায়বদ্ধ।
গতকাল রোববার সকালে জেলা জজ সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজাহারুল হক।
দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা বলেন, বিচার বিভাগে কর্মরত সকল বিচারক তাদের কাজের স্বীকৃতি চান। এতে করে বিচারকরা উৎসাহিত হন এবং অধিক উদ্দীপনায় কাজ করার উৎসাহ পান। রাষ্ট্রের নাগরিকদের অধিকার ও রাষ্ট্রযন্ত্রের কাঠামো সঠিক রাখতে বিচার বিভাগের ভূমিকা অতুলনীয়। যেকোনো পরিস্থিতিতে বিচারকরা দৃঢ়তার সাথে মুক্তচিন্তা ধারণ করেন। তিনি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ সকল সরকারি আইন কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বলেন, ‘বিচারক হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আজকের এই সংবর্ধনার পরিমণ্ডল দেখে। এই সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মউদ্দীপনা পাই। আইনজীবী এবং বিচারক ও বিচারপ্রার্থী জনগোষ্ঠীর যৌথ প্রচেষ্টায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এর কোনো একটির অসহযোগিতায় পরিপূর্ণ বিচারকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জেলা জজ ড. আজিজ আহমদ ভূঞা তার কর্মকালে অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততা ও দক্ষতার মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থী জনগোষ্ঠীবান্ধব ছিলেন। তার একক আন্তরিকতা ও কর্ম দক্ষতায় চট্টগ্রামে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একবৃন্তে আনতে সক্ষম হয়েছেন। যা নিকট অতীতের অনন্য দৃষ্টান্ত।
সভা শেষে অতিথি ড. আজিজ আহমদ ভূঞাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সৈয়দা হাফজা ঝুমা, মো. রফিকুল ইসলাম, আ.স.ম শহিদুল্লাহ কায়সার, সাইফুল আলম মজুমদার, মো. শরীফুল ইসলাম, সফিকুর রহমান, সকল যুগ্ম জেলা জজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল বিচারক।
এর আগে গত ২ জুলাই চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।