নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। গতকাল সোমবার নগরের রানী রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত এ মাছ লক্ষাধিক টাকায় বিক্রি করে দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে এসব মাছ আহরণ করা হয়েছিল। নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের সহযোগিতা অভিযানকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা রাহুল কুমার, কোস্টগার্ড কর্মকর্তা মংচিংহলা মারম ও পাহাড়তলী থানার উপ পরিদর্শক মো. খোকন হোসেন প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সময়েও মাছ ধরা অব্যাহত রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে রানী রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। পরে তা জনসম্মুখে নিলাম ডেকে ১ লাখ ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় ৩০ ক্যান বরফ ও ডিজেল পানিতে নষ্ট করা হয়।