সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভা Sports Bunch আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১২ জুলাই SJ playground টার্ফে রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী সদস্য ডাঃ আ. ম. ম. মিনহাজুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্শেদ, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, মোঃ এনামুল হক ও আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারন সম্পাদক নবাব মিয়া রকিব। যুবলীগ নেতা মোহাম্মদ আয়াজ এর সঞ্চলনায় ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয। খেলায় অংশ নেন ভোয়ালিয়া পাড়া স্পোর্টিং ক্লাব বনাম সতিপাড়া ফুটবল একাদশ। এতে ভোয়ালিয়া পাড়া স্পোর্টিং ক্লাব ১ – ০ গোলে জয়লাভ করেন।