নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে অস্ত্রসহ আবুল কাশেম (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই তোফাজ্জল হোছাইন বলেন, গোপন খবরের ভিত্তিতে রাতে বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় রামদা, শাবল, দুটি চাপাতি, ছোরা ও এলজি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।