শনিবার, আগস্ট ৩০, ২০২৫
spot_img

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কেজি কোকেনসহ বাহামার নারী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাহামার নাগরিককে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেলিয়া সানতায়ি নামের ওই নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেন এর প্যাকেট পাওয়া যায়।অভিযানে নেতৃত্বে দেন ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, কোকেন জব্দ হয়েছে। যাত্রী ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানিয়েছেন, স্টালিয়া শান্টে নামে আটক ওই নারী বাহামার নাগরিক।

জানা গেছে, স্টালিয়া গত ১২ জুলাই এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছেন। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে গত শনিবার চট্টগ্রামে আসেন। তবে সেদিন তার লাগেজ পৌঁছেনি। স্টালিয়া গত তিনদিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন খবরের ভিত্তিতে এপিবিন তাকে অনুসরণ করছিল।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে যান। দুইদিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাকে আটক করেন। এরপর লাগেজে তল্লাশি করে কোকেন সদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন তিন দশমিক ৯০০ গ্রাম। লাগেজে একটি ইউপিএস’র ভেতরে সেগুলো রাখা হয়েছিল।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...
spot_img