মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img

চবিতে স্লোগান শুনে ছাত্রলীগের হামলা

চবি প্রতিনিধ: প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার ডেকেছেন- এ অভিযোগ এনে গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হগত রোববার রাত এগারোটার দিকে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।এসময় সেখানে একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।
জানা গেছে, বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে- রাজাকার, রাজাকার’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জিরো পয়েন্টে প্রায় আধাঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে এগিয়ে যায়। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। সুমন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক ছাত্রকে পিটিয়ে আহত করা হয়।আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, লাঠি ও বাঁশ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তাদের ভাষ্য।
আন্দোলনের সমন্বয়ক চবি’র দর্শন বিভাগের চতুর্থ শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় আমাদের ওপর অতর্কিতে হামলা হয়। দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
জানতে চাইলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থপ্রতিম বড়ুয়া বলেন, ঘটনার পরে আমি এসেছি। শুনেছি, তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিল। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে আমি রাজাকার- রাজাকার স্লোগান দেওয়া কখনো কাম্য নয়। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো ফিরে যান।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img