নিজস্ব প্রতিবেদক: সনাতন সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটির দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহস্থ শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম পূজা পরিচালনা পর্ষদ। গত ১৭ জুলাই বুধবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। আশ্রম পরিচালনা পর্যদের সভাপতি শচীন্দ্র লাল দে বলেন, প্রতিবছর দূর্গা পূজায় বিভিন্ন সংগঠন থেকে তিন দিন সরকারী ছুটির দাবী জানিয়ে আসছে। সরকারী একদিনের ছুটি নির্ধারিত থাকায় ভিন্ন ভিন্ন জেলায় কর্মরত সনাতনীরা পরিবার পরিজনের সাথে দূগা পূজার উৎসবে সামিল হতে পারেন না। একি ভূখন্ডে বসবাসকারী একি সংবিধানের অনুসারী হয়েও একটি সম্প্রদায়ের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে । বিগত ২০২৩ সালের দূর্গা পূজায় প্রতিবাদস্বরুপ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম পূজা পরিচালনা পর্ষদ সরকরী সকল প্রকার সহায়তা বর্জন করেছে। আগামী অক্টোবর মাসের দূর্গা পূজা থেকে ৩ দিনের সরকারী ছুটি ঘোষণার দাবী জানানো হয়। সমাবেশ থেকে এ বিষয়ে সরকারী দপ্তরসমুহে স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়। কমল চক্রবর্তীর অলকের পরিচালনায় বক্তব্য রাখেন, দয়াময় আচার্য ডালিম, পরিতোষ দেবনাথ, বিপুল বরণ লোধ, সুকুমার মল্লিক, নির্মল মল্লিক, রিপন রায়, নন্দন রায়, কিরনময় ভট্টাচার্য, নেপাল দাশ, রাজু দাশ, সুমন শর্মা প্রমূখ।