সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

চট্টগ্রাম মহানগরে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার মো. জসিম উদ্দিন নগর পুলিশের বন্দর থানায় কনস্টেবল পদে কর্মরত।খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেছেন।
মারধরের শিকার জসিম উদ্দিন বলেন, প্রায় পাঁচ দিন বাসায় থাকার পর শুক্রবার বিকেলে বন্দর থানায় যাই। সেখানে গিয়ে কোনো পুলিশ সদস্যকে দেখতে না পেয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলাম। আগ্রাবাদের বেপারীপাড়া অতিক্রম করে যখন আমি গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সামনে আসলে কয়েকটা ছেলে আমাকে দাঁড় করায়। তারা আমাকে জিজ্ঞাসা করে আপনি পুলিশ কি না।
তিনি বলেন, পুলিশ কি না জিজ্ঞাসা করার পর আমি উত্তর না দিয়ে চুপ করে ছিলাম। এর মধ্যে ১৫-২০ জন ছেলে আমাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে ও কিল-ঘুষি দিতে শুরু করে। পরে আমার পরিচিত দুটি ছেলে গিয়ে আমি তাদের ভাই বলে আমাকে বাঁচায়। এরপর সেনাবাহিনীকে কল করা হলে কিছুক্ষণ পর তারা উদ্ধার করে আমাকে পুলিশ লাইনে পৌঁছে দেয়।জসিম উদ্দিনের ডান হাত, পিঠ, বুক ও মাথায় লাঠির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তার পরনে থাকা গেঞ্জি ও জামা ছিড়ে ফেলা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, এক পুলিশ সদস্য কাজে যোগ দিতে থানায় গিয়েছিলেন। কিন্তু থানায় সহকর্মীদের না পেয়ে তিনি বাসায় ফিরে যাচ্ছিলেন। পথেই কয়েকজন দুর্বত্ত তার ওপর হামলা করে।শিক্ষার্থীরা এ হামলা করেছে কি না— এমন প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ছাত্ররা এ হামলা করেনি। আমরা হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img