নিজস্ব প্রতিবেদক: বায়েজিদ ও আংশিক আকবরশাহ্ থানাধীন সনাতন সম্প্রদায়ের প্রাচীন উপাশনালয় শ্রীশ্রী (পূর্ব বঙ্গ) গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের উদ্যেগে রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বলা হয়, আশ্রমের ভূমি দুই কোটি সনাতন সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি। আশ্রমের দেবত্ব সম্পত্তি কোনো প্রকার বিক্রি যোগ্য নয়।
কিন্তু সাম্প্রতিক দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে বায়েজিদের কিছু লোক ভূয়া দলিলপত্র বানিয়ে স্থানীয় বার্মাইয়া মান্না বাহিনীর মাধ্যমে আশ্রমের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। তারা নিজেদেরকে সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে বিভিন্ন নাম্বার থেকে আশ্রম পরিচালনা কমিটিকে হুমকি প্রদান করেন। তাদের দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলে আশ্রম কমিটির ১০/১২ জন কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়। নিরুপায় হয়ে আশ্রম পরিচালনা কমিটি সেনাবাহিনীর সহায়তা চাইলে দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই সময় কতিপয় দখলদার লোকজন কাজ বন্ধ রাখলেও পরে আবার দখলের কাজ চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় বায়েজিদ থানায় গত ১৫ আগষ্ট সাধারণ ডায়েরি(নং-৫৪৬) করেন আশ্রম কর্তৃপক্ষ। মানববন্ধনে কয়েক’শ প্রতিবাদী নর-নারী ভক্তগণ অবিলম্বে আশ্রমের সম্পত্তি দখল মুক্ত করে দখলবাজ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আশ্রমের সভাপতি শচীন্দ্র লাল দে, সাধারণ সম্পাদক কমল চক্রবর্ত্তী অলক, পরিতোষ দেবনাথ, সুখুমার মল্লিক, লায়ন বিপুল বরণ রোধ, শেবায়েত কিরণময় ভট্টাচার্য্য, সুমন দাশ, স্বপন মল্লিক, দয়াময় আচার্য্য ডালিম প্রমুখ।