নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সড়ক অবরোধ করে বকেয়া বেতন ও অর্জিত ছুটির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চিটাগং ফ্যাশন স্পেশিয়ালিস্ট টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। চট্টগ্রাম ইপিজেডের সামনে বুধবার দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে কাঠগড় থেকে কাস্টমস মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে দাবি মেনে নেয়ায় অবরোধ তুলে নেন তারা।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (ইন্টিলিজেন্ট ও মিডিয়া) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, চিটাগং ফ্যাশন স্পেশিয়ালিস্ট টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বুধবার ১টার মধ্যে বকেয়া পরিশোধ করার কথা ছিলো। দাবির প্রেক্ষিতে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। কিন্তু অর্জিত ছুটির পাওনা না দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে মালিকপক্ষ ও বেপজা কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়।
পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে পাওনা পরিশোধ করা হবে জানিয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের এ মুখপাত্র বলেন, চলতি মাসের পাওনা আগামী মাসে আর আগামী মাসের পাওনা পরের মাসে পরিশোধ করা হবে। আর অর্জিত ছুটি যে বিষয়টি ছিলো তারা সেটি চলতি মাসেই পরিশোধ করবে। এরপর আন্দালনকারীরা ফিরে যান। এখন ওই এলাকার ট্রাফিক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
প্রতিষ্ঠানটির শ্রমিক দেলোয়ার বলেন, আমাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার জন্য আমরা জুলাইয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলি। তারা ২১ আগস্ট দুপুর ১১টার মধ্যে আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করায় আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি।
ওসমান নামে এক বাসযাত্রী বলেন, প্রায় দু’ঘণ্টা পর্যন্ত এক জায়গায় আটকে ছিলাম। কিছুদূর এসে জানতে পেরেছি শ্রমিক আন্দোলন চলছে। এজন্য কাটগড় থেকে কাস্টমস মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
