নিজস্ব প্রতিবেদক: বর্তমান বন্যা পরিস্থিতিতে আমদানী রপ্তানীকারকগণ চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক ও রেলপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহন অনেকক্ষেত্রেই শ্লথ/বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে। উদ্ভূত কারণে দেশের আমদানি-রপ্তানি বাধাগ্রস্থ হচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে দেশের আমদানি ও রপ্তানি বেগবান করতে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। এব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে ।
উদ্ভূত অবস্থায় আমদানি ও রপ্তানিকারকগণ আমদানি/রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার পরিবহনে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহার করতে পারেন। বিভিন্ন জাহাজ কোম্পানীর পর্যাপ্ত ইনল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সকল ধরনের লজিস্টিকস্ সুবিধাদি এই কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
এমতাবস্থায়, বিজিএমইএ/বিকেএমইএসহ সকল আমদানি/রপ্তানিকারকগণকে আমদানি/রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পানগাঁও আইসিটি এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর হতে সংগ্রহ/জাহাজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে । এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে ।
