নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ষোলশহরে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগরের ষোলশহরে গণত্রাণ সংগ্রহের বুথ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৫ দিনে ৬ লাখ টাকার সঙ্গে এসেছে ত্রাণ সহায়তা।
সরেজমিন দেখা যায়, স্টেশনের প্লাটফর্মে বিশাল এলাকা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। পাশাপাশি একটি কক্ষে চলছে ত্রাণ সামগ্রীর প্যাকেট করার কাজ। এছাড়া একপাশে রাখা হয়েছে কাপড় সংগ্রহের বুথ। সহায়তা করতে আসা আফরিন নামের একজন জানান, অনেকের ইচ্ছে থাকলেও সহযোগিতা করতে বন্যাদুর্গত এলাকায় যেতে পারেন না। এখানে বুথে জমা দিলে অন্তত দুর্গতদের হাতে পৌঁছাবে আমাদের সামান্য সাহায্য।
ত্রাণ সামগ্রী সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত ৫ দিন ধরে আমরা ত্রাণ সংগ্রহ করছি। কেউ ত্রাণ সহায়তা দিতে চাইলে ষোলশহরে এসে সহায়তা করতে পারবেন। আমাদের কয়েকটি টিম এর মধ্যে কাজ শুরু করেছে। গত চারদিনে ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় আমাদের ত্রাণবাহি ৬টি গাড়ি পাঠানো হয়েছে। তিনি বলেন, কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ অথবা নগদ একাউন্টে সহায়তা পাঠাতে পারেন। সহায়তা পাঠানোর নম্বর: ০১৩০১৬৯০৭১৬।


