শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
spot_img

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আজীবন সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবার সোচ্চার হয়ে উঠেছে আজীবন সদস্যরা। বিশেষ করে সাধারণ মানুষকে সেবাবঞ্চিত রেখে হাসপাতাল পরিচালনা পরিষদ হাসপাতালকে কুক্ষিগত করে রাখায় মানববন্ধন করেছে তারা। শনিবার সকালে হাসপাতালের সচেতন আজীবন সদস্যদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউট পরিচালনায় অনিয়ম-দুর্নীতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, আজীবন সদস্যদের অজান্তে ২৫ কোটি টাকার ব্যাংকলোনের বোঝা, অ্যাম্বুলেন্স সেবায় গাফিলতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, বিজ্ঞপ্তি ছাড়াই নিজেদের লোকজন নিয়োগ, কমিটির নেতাদের ঠিকাদারী ব্যবসাসহ সর্বোপরি সাধারণ মানুষকে সেবাবঞ্চিত রেখে হাসপাতালকে কুক্ষিগত করে রেখেছে হাসপাতাল পরিচালনা পরিষদ।তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই হাসপাতালকে বাঁচাতে আজীবন সদস্যসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
হাসপাতালের আজীবন সদস্য হাজী হোসেন আহমেদের সভাপতিত্বে ও ফজলুল করিম মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আজীবন সদস্য মো. জাহেদুল হাছান, মোহাম্মদ আবুল হোসেন, ফজলুর রহমান স্বপন, মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আবদুস সবুর, মো. ফরিদ, মো. জহির উদ্দিন, জিয়াউর রহমান কনক, হানিফ সওদাগর, সাইফুল ইসলাম, মো. নাছির, জাহেদ কায়সার, নুরুল আবছার, ওয়াহিদ পারভেজ, শফিউল আলম প্রমুখ।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img