নিজস্ব প্রতিবেদক: শারদ উৎসবকে সামনে রেখে বৈদিক-৯২’র প্রস্তুতি সভা সোমবার চট্টগ্রাম মহানগরীর একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। এডমিন লায়ন লিটন কান্তি দাশের সভাপতিত্বে ও মডারেটর এড. সুকান্ত দত্তের সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এই বছরও শারদীয় উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত অনাথ বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সর্বসম্মতিক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী রামগড় বিবেকানন্দ অনাথালয়ের বাচ্চাদের নিয়ে সময় কাটানো, শারদীয় উৎসবে পরিধানে পোশাক প্রদান, অনাথ বাচ্চাদের সাথে আহার ও দুর্গোৎসবকালীন তাদের জন্য ভাল খাওয়ার ব্যবস্থার পাশাপাশি শিক্ষা সামগ্রী ও খেলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় উক্ত মানবিক উদ্যোগ সফলে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি যে সমস্ত বন্ধুরা অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছে রয়েছে তাদেরকে বৈদিক-৯২’র ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বক্তারা বলেন, পুজোতে আমরা সবাই নতুন জামা পরে আনন্দ করি। কিন্তু অনাথ শিশুদের খোঁজ-খবর কেউ নেয় না। এরা আমাদেরই সন্তান। তাই আমাদের এই আয়োজন।