নিজস্ব প্রতিবেদক: লৌকিক শিশু – কিশোর সংস্কৃতি প্রাঙ্গন আয়োজিত প্রাণ-প্রকৃতি সুরক্ষায় কিশোর ভাবনা শীর্ষক আলোচনা সভা নগরীর বৈঠকখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ৯টায় সংগঠনের আহ্বায়ক আদনানুর রহমান শ্রাবণের সভাপতিত্বে ও সদস্য সচিব জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় আলোচক ছিলেন গ্রীন নিউজ বিডি’র সম্পাদক ও নাট্যজন নুরুল আফসার মজুমদার স্বপন, রাজনীতিবিদ হাসান মারুফ রুমী, পরিবেশবাদী সংগঠন গ্রিন ফিঙ্গারসের সহ-প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান, লোকিক’র উপদেষ্টা মিজানুর রহীম চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিরন্তন চিরু, আইন উপদেষ্টা এড.শাহাদাৎ হোসেন তালুকদার, নারী উদ্যোক্তা এরিনা সুলতানা মুনির আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেম উদ্দিন ছাত্র সংগঠক শ্রীধাম কুমারশীল, লৌকিক’র যুগ্ম আহবায়ক মুশফিকুর রহিম চৌধুরী।