নিজস্ব প্রতিবেদক: বন্যায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এর পক্ষ থেকে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। হাসপাতালের সর্বমোট ৪০২ জন কর্মকর্তা এবং কর্মচারীর একদিনের বেতন তিন লক্ষ ৩২ হাজার ৩শ’ ৬৫ টাকার এই চেক প্রদান করা হয়। সোনালী ব্যাংক পাহাড়তলী শাখার ম্যানেজার (এসপিও) এ.কে.এম জাহেদ হোসেনের হাতে চেকটি তুলে দেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
মোহাম্মদ গোলাম ফারুক এসিএমএ, ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরীসহ কর্মকর্তারা। চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, বন্যায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা আমাদের দায়িত্ব। এ অবস্থায় সব ভেদাভেদ ভুলে আমাদেরকে দুর্গত জনগণকে রক্ষায় এগিয়ে আসতে হবে।