নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই কিশোরগ্যাং লিডারকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মো. মিজান (৩৩)। এ সময় জব্দ করা হয়েছে এক হাজার ২শ’ ইয়াবা এবং একটি ছোরা।নগরের বায়েজিদ বোস্তামির হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার মিজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি চালায়। গত ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নাশকতার ঘটনায় চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সরাসরি সম্পৃক্ত ছিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানান, আসামি চট্টগ্রাম নগরের অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় তার দেখানো মতে, এক হাজার ২শ’ পিস ইয়াবা এবং একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রির উদ্দেশে এসব ইয়াবা নিজ হেফাজতে রেখেছিল।ওই র্যাব কর্মকর্তা আরো জানান, চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদক, অস্ত্র, অপহরণ এবং ডাকাতিসহ ৭ টি মামলা রয়েছে।