পূর্বকাল ডেস্ক: আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল গেলেন দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল (আর.সি.পাল)। নেপালের কাঠমুন্ডে আন্তর্জাতিক শিশু সাহিত্য সম্মেলন-২০২৪ এ বাংলাদেশের অতিথি হিসেবে যোগ দিতে আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন তিনি। ২০ সেপ্টেম্বর শুক্রবার নেপালের কাঠমুন্ডে শুরু হওয়া দুই দিনের এই সন্মেলনে তিনি শিশু সাহিত্যর উপর প্রবন্ধ উপস্থাপন করবেন। সন্মেলনে নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিক, প্রকাশক, কবি ও লেখকরা যোগ দেবেন। ২১ সেপ্টেম্বর শনিবার সন্মেলন শেষে আগামী ২৫ সেপ্টেম্বর তিনি দেশে ফেরার কথা রয়েছে।