নিজস্ব প্রতিবেদক: উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গরু পালনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরুর বাছুর বিতরণ করা হয়। মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর ও কচুয়া গ্রামের ৬ জন উপকার ভোগীর মধ্যে এই ছয়টি গরু বাছুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী, সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক জুবায়ের ফারুক লিটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সমাজসেবক মাহমুদুল হক, মোহাম্মদ ইউনুস, ইলিয়াসসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।