রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img

চসিক’র কর্মীবহরে যুক্ত হচ্ছে আরো অস্থায়ী ৬০০ কর্মী

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সেবা প্রদানের জন্য আরো ৬শ’ অস্থায়ী কর্মী নিতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তবে কোন কোন খাতে কতজন কর্মী লাগবে সেটি জানা যায়নি। এদিকে, সংস্থাটির এমন আবেদনের অনুমতি দিতে ‘বর্তমানে কতজন অস্থায়ী কর্মী রয়েছেন এবং তাদের বেতন ও নতুন কর্মীদের বেতনের পরিমাণ’ জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যানজটমুক্ত, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন স্মার্ট নগর হিসেবে গড়ার লক্ষ্যে এবং নাগরিক সেবা সহজীকরণ, পরিস্কার-পরিচ্ছন্ন, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা প্রদান, রাজস্ব আদায় করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে ৬শ’ জন দক্ষ/অদক্ষ কর্মী নিয়োগ দিতে চায়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়েছে।
চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, দৈনিক মজুরির ভিত্তিতে ৬শ’ অস্থায়ী শ্রমিক (কর্মী) নেওয়ার বিষয়ে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেওয়ার জন্য দুটি তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়। সেসব তথ্য উল্লেখ করে শ্রমিক নিয়োগের প্রস্তাব পুনরায় পাঠাতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চসিকে বর্তমানে সব মিলিয়ে প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজারের মতো অস্থায়ী কর্মচারী রয়েছেন।
এদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ইতোপূর্বে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হয়েছে কিনা, হয়ে থাকলে কতজন বর্তমানে কর্মরত আছে তার সংখ্যা এবং তাদের বেতন বাবদ কত টাকা ব্যয় হয় তার পরিমাণ; এবং বর্তমানে প্রস্তাবিত ৬শ’ জন দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হলে তাদের বেতন বাবদ কত টাকা ব্যয় হবে তার পরিমাণ’ জানতে চাওয়া হয়েছে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img