নিজস্ব প্রতিবেদক: চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা শনিবার সকালে চেম্বারের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি চেম্বারের সেক্রেটারীয়েট, ডেসপাচ, হিসাব শাখা, মেম্বারশীপ সেকশন ও ইঞ্জিনিয়ারিং সেকশন পরিদর্শন করেন। তিনি মেম্বারশীপ সেকশনে মেম্বারশীপ হালনাগাদ এবং নতুন মেম্বারশীপ প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। একই সাথে তিনি মেম্বারশীপ নিয়ে যাতে কোন ধরণের বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য সকলকে নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান। পরে তিনি চেম্বার সেক্রেটারীয়েটের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় বিভাগীয় কমিশন অফিসের সিনিয়র সহকারী সচিব ফখরুল ইসলাম, চিটাগাং চেম্বারের জয়েন্ট সেক্রেটারী নুরুল আবছার চৌধুরী, ডেপুটি সেক্রেটারী এম. এম. আনিসুর রহমান ও মোঃ শাহেদ আলী টিটুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।