সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

চট্টগ্রামে জলবায়ু ধর্মঘট, প্রাণ ও প্রকৃতি রক্ষায় জেগে উঠতে হবে

নিজস্ব প্রতিবেদক: ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পৃথিবীর প্রাণ ও প্রকৃতি। প্রাণ ও প্রকৃতি রক্ষায় জেগে উঠতে হবে। সচেতনতা ও সক্রিয়তার মাধ্যমে ধ্বংসের কবল থেকে পৃথিবীকে বাঁচাতে হবে। তরুণরা আমাদের শক্তি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুনরা দূত হিসেবে অর্থবহ ভূমিকা পালন করবে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবিতে ফ্রাইডে’স ফর ফিউচার কর্তৃক ক্লাইমেট স্ট্রাইকে বনবিদ ড. মোল্লা রেজাউল করিম উপরের কথাগুলো বলেন। ‘জলবায়ুর সুবিচার, এখানেই এখনই’ স্লোগানে বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি মুক্ত মঞ্চে জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন’র প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সার্কেল’র বন সংরক্ষক বনবিদ ড. মোল্লা রেজাউল করিম, পরিবেশ কর্মী লায়ন সাজ্জাদ উদ্দিন, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, ইকো নেটওয়ার্ক গ্লোবাল’র ঈসমাইল হোসেন মেহেরাজ, লাল সবুজ সোসাইটি’র ফয়েজ সাদ, সমাজকর্মী শেখ শোয়েব ইকবাল, ব্রাইটার্স’র ইয়াসিন আরাফাত, ক্লাইমেট ফ্রন্টিয়ার’র মুহিবুল হাসান রাফি, ওয়াইএএসডি’র অমিত দাস, নিউ পোর্ট সিটি’র সিয়াম, ইয়ুথ ওয়েলফেয়ার কমিউনিটি’র আরাফাত, জাগ্রত যুব সামাজিক সংগঠন’র মো: হাসান, ইকো ফ্রেন্ডস’র কায়ুমুর রশিদ বাবু, ইউনিটি স্পার্ক’র রাকিবুল ইসলাম চৌধুরী প্রমুখ। জলবায়ু ধর্মঘটের শোভাযাত্রাটি নগরীর টাইগার পার্স থেকে যাত্রা শুরু করে রেডিসন ব্লু হয়ে কাজির দেউরি হয়ে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যথাক্রমে ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, ক্লাইমেট ফ্রন্টিয়ার, ব্রাইটার্স, আইওয়াইসিএম, এসডিজি ইয়ুথ ফোরাম, ওয়াইএএসডি, ইয়ুথ ওয়েলফেয়ার কমিউনিটি, ১ টাকার বৃক্ষরোপণ, ইউনিটি স্পার্ক, জাগ্রত যুব সামাজিক সংঘ, এমআরটি ক্লাব প্রভৃতি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, এখনি টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা না হলে আমাদের দেশকে মারাত্মক ও দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্ট্রাইকটি সমাপ্ত হয় জীবাশ্ম জ্বালানি পরিহারের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির দিকে আরও শক্তিশালী পদক্ষেপের জন্য জোরালো আহ্বান জানিয়ে।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img