সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
spot_img

বিয়ের প্রলোভনে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গত রোববার রাত ১১ টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবতীর সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে প্রেম, অতঃপর বিয়ের প্রলোভনে ধর্ষণ- এমন ঘটনায় গ্রেফতার হয় ওই যুবক মো. রেজাউল করিম (৩০)। সে লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার দইখাওয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তবে নগরের বন্দর থানার চান্দারপাড়া কবরস্থান এলাকায় থাকতেন তিনি।
তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, ওই বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে র‌্যাবের একটি দল। নজরদারির এক পর্যায়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন রৌফাবাদ এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম নগরের সিইপিজেডের একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখানে সহকর্মী রেজাউল করিমের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমকে পরিণয়ের প্রলোভনে ফেলে ভিকটিমের বাসস্থানে একাধিকবার গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে প্রেমিক রেজাউল করিম। সর্বশেষ ৩ জুলাই রেজাউল করিম ভিকটিমের বাসায় গিয়ে জোরপূর্বক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় এ ঘটনা কাউকে বললে ভিকটিমের পরিবারের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img