নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী আন্দোলনে বাংলার প্রথম নারী শহিদ অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯২তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর পাহাড়তলীতে অবস্থিত প্রীতিলতা ওয়াদ্দেদার এর আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলার কোষাধাক্ষ্য তানভীর ইলাহী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরনাহার আকতার শিরিণ, সদস্য অরিত্র ভট্টাচার্য, পাহাড়তলী থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিন্স দাশ ও সদস্য ইমরান হাসান রাব্বি।
সভায় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ। প্রায় ২০০ বছরের বৃটিশ শাসন শোষণে এদেশের মানুষ নিষ্পেষিত ছিল। মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতারা দেখিয়ে দিয়েছিলেন বৃটিশদের সূর্যও অস্ত যায়। চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ১৯৩২ সালের আজকের এই দিনে দেশমাতৃকার জন্য প্রীতিলতার যে আত্মত্যাগ সেটা পরবর্তীতে বৃটিশ এবং পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা সংগ্রাম তরান্বিত করেছিল। অথচ চট্টগ্রামে সরকারিভাবে ব্রিটিশবিরোধী আন্দোলনের এ বীর নারীর প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয়। আমরা রাষ্ট্রীয়ভাবে এসব বীরদের স্মরণ করার জন্য দাবি জানাই। বর্তমান সাম্প্রদায়িক রাজনীতিতে নারীকে পিছিয়ে দেওয়ার যে প্রবণতা তা প্রতিরোধের অন্যতম হাতিয়ার প্রীতিলতা ওয়াদ্দেদার।