নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বাসায় লুকিয়ে রাখা ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর আকমল আলী সড়ক এলাকার খাসা মিয়া মোড় সংলগ্ন আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কে বা কারা কি জন্য অস্ত্রগুলো রেখেছে সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। অভিযানে কাউকে পাওয়া যায়নি।
ওই ভবনের মালিক মো. শাহাদাত বলেন, আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার বাসা থেকে ১০-১২টি রামদা উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পুলিশ ও সেনাসদস্যরা আলম মঞ্জিল নামক ভবনের নিচতলার একটি ভাড়া কক্ষে তল্লাশি চালান। সেই ঘর থেকে কিছু অস্ত্র উদ্ধার করার পর তা দুটি পাটের বস্তায় করে নিয়ে যাওয়া হয়।
পুলিশের সূত্র জানিয়েছে, এক ছেলে তার বন্ধুর বাসায় অস্ত্রগুলো রেখেছিল। তবে সেই ছেলেকে অভিযানকালে পাওয়া যায়নি। তাই বন্ধুর বাবাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।