রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img

সাবেক সাংসদ ফজলে করিমের ফ্ল্যাট-বাড়িতে অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নগরের খুলশীতে ফ্ল্যাট বাসায় ও গ্রামের বাড়ি রাউজানে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামক ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এর আগে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার পৈতৃক বাড়িতেও অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় ও নগর পুলিশের ভিন্ন দুটি সূত্র দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
রাউজানের স্থানীয় এক বাসিন্দা বলেন, মঙ্গলবার দিবাগত ভোররাতে হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ফজলে করিমের বাড়িতে আসে। এরপর তারা ওই বাসা তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা সেখানে তল্লাশি চালিয়ে তারা চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে বলে শুনেছি।
এদিকে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ ভবনে সাবেক এমপি ফজলে করিমের ফ্ল্যাটে অভিযান চালায় যৌথবাহিনী। বিকেল সোয়া ৪টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, আইনশৃংঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযান শেষে চলে যাচ্ছেন।
ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে শুনশান নীরবতা। নিচে দাঁড়িয়ে দুজন নারী এবং একজন পুরুষ কথা বলছিলেন। জিজ্ঞেস করার পর তারা নিজেদের ভবনের কেয়ারটেকার পরিচয় দেন। তাদের মধ্যে এক নারী প্রথমে স্বীকার না করলেও পরে বলেন, একটু আগে পুলিশ আর সেনাবাহিনী এসেছিল। তারা এসে করিম সাহেবের বাসায় তল্লাশি করেছে। কি পেয়েছে কি জন্য এসেছে তা জানি না।

 

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img