নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বগার বিল এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভাঙারি ও স্টিলের জিনিসপত্রসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বুধবার ভোর ৫টা ১৫ মিনিটে এ আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস জানায়— আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৫০ মিনিটে আগুন নির্বাপন হয়। আগুনে ভাঙারি দোকানসহ প্রায় ৫টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ পরে জানা যাবে।