নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এক বিবৃতিতে হয়রানিমূলক এ মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সিএমপির কোতোয়ালী থানায় জনৈক তাফহিমুল ইসলাম বাদী হয়ে দায়ের করা একটি মামলায় আসামির তালিকায় ৬ জন পেশাদার সাংবাদিকের নামও জুড়ে দেয়া হয়েছে। এরা হলেন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও বিএফইউজের সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভোরের কাগজের ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, কালবেলার ব্যুরো প্রধান ও সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া, সময় টিভির রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস ও নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার নয়ন বড়ুয়া জয়।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর যে অশুভ প্রবণতা শুরু হয়েছে- এটি তারই অংশ। তাঁরা বলেন, কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে খবর সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে, পেশাগত কোন ধরনের অভিযোগ ছাড়া বিভিন্ন থানায় রাজনৈতিক ব্যক্তিদের বিরূদ্ধে দায়ের করা মামলায় সাংবাদিকদের নামও ঢুকিয়ে দেয়া হচ্ছে। এ পর্যন্ত নগরের দুইটি থানা ও আদালতে দায়ের করা ৪টি মামলায় আসামির তালিকায় ৩২জন সাংবাদিকের নাম জড়িয়ে দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, কারো বিরূদ্ধে যদি কোন অপরাধের অকাট্য প্রমাণ থাকে তাঁর ব্যাপারে ভুক্তভোগী সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারে। কিন্তু ঢালাও অভিযোগে এ ধরনের একের পর এক মামলায় আসামি করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের এ ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি থেকে রেহাই দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।