নিজস্ব প্রতিবেদক: চক্রান্তকারীরা সাবধান, দুর্গাপূজায় এবার একটা ঢিলও পড়তে দেয়া হবেনা বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, মনে রাখবেন আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন।
গত সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর বেবিসুপার মার্কেস্থ জলিল স্কুল মাঠে অনুষ্ঠিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তগুলো কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবী। রাসুলুল্লাহ (স.) সমগ্র জাহানের রহমত সরুপ পৃথিবীতে আগমন করেছেন। আমরা সবাই যদি তাঁর আদর্শই বাস্তবায়ন করার চেষ্টা করি তবে দলভেধ কেন? মতপার্থক্য থাকবে এটা সাভাবিক কিন্তু দ্বীনি বিষয় নিয়ে দলাদলি করা কবিরা গুনাহ। আসুন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করি।
উক্ত মাহফিলে মাওলানা হাসান শরীফ নুরীর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা এম হাসিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার সোলায়মান চৌধুরী,
মাওলানা মুফিজুল হক, মাওলানা বেলাল উদ্দীন প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এবিএম ইমরান, এসইউ তালুকদার, সৈয়দ মোহাম্মদ আলী, নুর নবী সোহাগ, আবুল কালাম প্রমুখ।