রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img

মেয়াদোত্তীর্ণ ওষুধ, দই লক্ষাধিক টাকা জরিমানা গুনল শেভরনের দুই ফার্মেসি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির দুই ফার্মেসিতে মেয়াদোউত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম। মঙ্গলবার নগরীর প্রবর্তক এলাকায় শেভরনের ২য় ও ৬ষ্ঠ তলায় থাকা দুইটি ফার্মেসিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক তদারকিকালে এমন অনিয়ম ধরা পড়ে।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন নাসরিন আক্তার, রানা দেব নাথ।
ভোক্তাধিকারের উপ পরিচালক ফয়েজ উল্লাহ জানান, ২টি ফার্মেসিতে মোট ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এমন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোক্তাধিকার জানায়, ২য় তলায় থাকা মেসার্স শেভরন ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ছিল এবং ওষুধগুলো তারা মেয়াদ আছে এমন ওষুধের সাথে একই প্যাকেটে সংরক্ষণ করছিল। এরই প্রেক্ষিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই ফার্মেসিতে মূল্য বেশি নেয়ার ১টি লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ নিষ্পত্তিতে ৪ হাজার টাকা জরিমানা করা হয় যার ২৫% অর্থাৎ ১ হাজার টাকা প্রণোদনা হিসেবে অভিযোগকারী পাবেন।
হাসপাতালের ৬ষ্ঠ তলায় থাকা ফার্মেসিতে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ। এর মধ্যে কাঁশি, এন্টিবায়োটিক ও ডায়াবেটিকের ওষুধও রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তারা মেয়াদ আছে এমন ওষুধের সাথে একই প্যাকেটে সংরক্ষণ করছে। এর প্রেক্ষিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img