মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img

মীরসরাইয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি:মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীতের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর নির্বিঘ্নে করতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায় মীরসরাইয়ের একটি রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলা উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানার আমীর নুরুল হুদা হামিদী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন , মিরসরাই পৌরসভার আমীর মাওলানা মো. শিহাব উদ্দিন, জোরারগঞ্জ থানার অর্থ সম্পাদক ডাঃ আবদুল গফুর, মীরসরাই থানা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়নের আমীর মাস্টার আরিফ হোসেন, জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক রেদোয়ানুল হক, মিরসরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন।
এ ছাড়া মীরসরাই উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, সদস্য সনজিব কুমার নাথ, সাংবাদিক বিপুল দাস, রতন কুমার দাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলা উদ্দিন সিকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার পুজা মন্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে সহায়তার জন্য প্রস্তত রয়েছে। জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক। সবাই আমরা একি আলোবাতাসে বসবাস করি। যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালোগু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।
মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজীব বলেন, আমি অনেক জায়গায় বলেছি বর্তমান জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান এমন একজন মানুষ, তার কথাগুলি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সারাদেশে জামায়াতে ইসলামী যেভাবে হিন্দুদের পাশে ছিলো তা স্বীকার না করলে অকৃতজ্ঞ হয়ে যাবো। বাস্তবতার প্রেক্ষাপটে ঘটনা ঘটেনাই বাংলাদেশে আপনারা কেউ বলতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে তারি নিরিখে অধ্যাবদি পর্যন্ত মিরসরাইতে কোন ঘটনা ঘটে নাই। কোন হিন্দু বাড়িতে হামলা হয় নাই। কোন মঠ মন্দিরে হামলা হয় নাই।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img