মিরসরাই প্রতিনিধি: জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার অগ্রসর কর্মীদের এক শিক্ষা বৈঠক গত ৪ অক্টোবর সকালে বারইয়ারহাট কলেজ মিলনায়তনে থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়, উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলার মুহতারাম আমীর অধ্যাপক নূরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য, মাওলানা অধ্যাপক বোরহান উদ্দিন, আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা বাইতুল মাল সম্পাদক জনাব আবদুল গফুর, প্রচার সম্পাদক মাও আরিফুর রহমান, পৌর আমীর প্রফেসর আবদুল হান্নান, মাসুদ করিম,হাফেজ জাহেদ হোসেন ভুইঁয়া, এমদাদুল হক নিপুণ প্রমুখ।