রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img

বিএসসি’র জাহাজে লাফ দিয়ে এক নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন আরও একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে পতেঙ্গা এলাকায় নোঙর করা ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী ওই জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।নিহত ওই নাবিকের নাম সাদিক মিয়া বলে জানা গেছে। তিনি জাহাজের স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, বাংলার সৌরভে ১১ হাজার ৫৫ টন অপরিশোধিত তেল ছিল। ৪৮ জন ক্রু ও ওয়াচম্যান ছিল। তাদের জীবিত উদ্ধার করা হয়েছিল। এরমধ্যে বিএসসির স্টুয়ার্ট সাদেক মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ হাজার টনের একটি বিদেশি জাহাজ চাটারিং করা হয়েছে। এসপিএম চালু হলে লাইটারিং বন্ধ হবে।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই জাহাজের নাবিকরা পানিতে লাফ দেন। পরে কোস্টগার্ডের সদস্যরা ৪৮ নাবিককে গিয়ে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের বার্তা কক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কর্ণফুলী ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী একযোগে কাজ করেছে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসি মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img