নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণের পর নির্মম নির্যাতনের বিচার এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সাংবাদিক গোলাম সরওয়ারের পরিবার এবং তাঁর সহকর্মীদের আয়োজনে ওই কর্মসূচিতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের এম এ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সরওয়ারের স্ত্রী ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া—বিজেআইএমের কনভেনর স্যাম জাহান এবং বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস।
গোলাম সরওয়ার বলেন, ২০২০ সালের ২৮ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান রনির নির্দেশে আমাকে অপহরণ করে নির্যাতন করা হয়। আমাকে অপহরণের ঘটনায় মামলার পর পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। তারা তাদের তদন্ত দাখিল থেকে শুরু করে আমাকে হয়রানি সব করেছে। মামলার সুষ্ঠ তদন্ত না করে মনগড়া রিপোর্ট দিয়ে সেটি খারিজ করায়। আমার মামলার প্রেক্ষিতে চট্টগ্রামের প্রভাবশালী পরিবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান রনি দুটি মামলা দায়ের করে। যে মামলাগুলো দীর্ঘ ৪ বছর ধরে চলমান রয়েছে। মামলায় আমিসহ আমার সহকর্মীদের আসামি করা হয়েছে। আমাদের দোষ ছিল সংবাদ প্রকাশ করা। সংবাদ প্রকাশের জন্য আমাদের নির্যাতন, মামলা ও হামলাসহ সমস্ত কিছু দিয়ে জুলুম করা হয়।’
তিনি বলেন, ‘রনির দায়ের করা মামলা চার বছর ধরে এখনো ঘানি টানছি। আদালত কোন রহস্যে বা কি কারণে মামলাগুলো চলমান রেখেছে আমরা এখনো তা বলতে পারি না। তাই আমি আমার বিরুদ্ধে করা এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।
নির্যাতনের বর্ণনা দিয়ে সরওয়ার বলেন, তারা আমাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছিল সাংবাদিকদের ভয়-ভীতি দেখানোর জন্য। আমি যেন আর নিউজ না করি সেজন্য আমাকে হুমকি-ধমকি থেকে শুরু করে অত্যাচার করা হয়। আমার শরীরে সেই নির্যাতনের দাগ এখনো রয়েছে। যা আমি বহন করে চলছি। আমাকে হাত, পা ও চোখ বেঁধে একটি রুমে রেখেছিলো। সেই রুমটি ছিল রেললাইনের পাশে। ট্রেন আসলে তারা আমাকে টর্চার করতো। এরপর আমাকে জিজ্ঞেস করতো ‘আর নিউজ করবি কিনা বল’। তাদের মামলার হয়রানি আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমি দেশ ছেড়েছিলাম। সাবেক ভূমিমন্ত্রী এবং তার পরিবার সাংবাদিকদের কব্জায় নিয়ে নিজেদের মতো পরিচালনা করার চেষ্টা করেছে।’ বলেন তিনি।
এর আগে ২০২০ সালের ২৮ অক্টোবর চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের সামনে থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণ করা হয়। ১ নভেম্বর রাতে সীতাকুণ্ডের কুমিরা বাজারস্থ খালের পাশে অর্ধউলঙ্গ অবস্থায় পাওয়া যায় তাকে। গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক।