মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেইফ লাইন ও অটোরিক্সাসার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে মহাসড়কের বড়তাকিয়া অংশে এ দূর্ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্র্শীরা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে সেইফ লাইন ও অটোরিক্সাসার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সাসা চালক গুরুতর আহত হন। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অটোরিক্সাসা চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।