শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
spot_img

পূজামণ্ডপে নাশকতা প্রতিরোধে জিয়া মঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে-ওয়াকিল আহমদ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধিতে নবগঠিত জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন গত ৫ অক্টোবর সকালে। এ উপলক্ষে সমাধিস্থলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ। চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি হাজী ওসমান গনি, জসিম উদ্দিন জমাদার, জাহাঙ্গীর হোসেন তালুকদার, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ হোসেন আমু, দক্ষিণ জেলার সদস্য সচিব এড. ইস্কান্দর আলম চৌধুরী, উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহাদাত হোসেন, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, সম্মানিত সদস্য আবু বক্কর ছিদ্দিক, দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মুহাম্মদ ফুরকান, তাওফিকুল ইসলাম সাদ্দাম, সদস্য সুমন, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আবদুল আলী সওদাগর, পৌরসভার সভাপতি রাকিবুল আলম, উপজেলার সিনিয়র সহ সভাপতি মো. ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার সাধারণ সম্পাদক রিযুয়ান খান রাব্বি প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সকল নির্দেশনা প্রদান করেন তা পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। জনগণের মনোকষ্টের কারণ হতে পারে এমন কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অন্যতায় দল কঠোর সিদ্ধান্ত নিবে। আসন্ন দুর্গাপূজায় রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য জিয়া মঞ্চ এর প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। তিনি জনগণের আকাঙ্খার রাজনীতি উপহার দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ মেনে চলার আহবান জানান।

সর্বশেষ

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি : দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় পর...

প্রগতিশীল নাগরিক সমাজ -এর সদস্য সংগ্রহ সভা

পূর্বকাল ডেস্ক: মোহরা ওয়ার্ড, পশ্চিম ষোলশহর ওয়ার্ড, সরাইপাড়া ওয়ার্ড...

সাতকানিয়ায় ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ ছিটুয়াপাড়া ফ্রেন্ডশীপ...
spot_img