মিরসরাই প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ধর্মীয় অধিকার নির্বিঘ্নে পালন করতে বলেন।ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলাম বিশ্বাস করে না। ধর্ম নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে ও কাউকে দেওয়া হবেনা। আগামীতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের পাশে থাকার আহ্বান জানান, এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জোরারগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ জাহিদ, জামায়াতে ইসলামী জোরারগঞ্জ বাজার শাখার সভাপতি মোঃ ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী জামায়াতের নেতা মো আবু নাসির, মোঃ নোমান, জসিম উদ্দিন প্রমুখ।